Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
“পিজির গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় দোয়াজীপাড়া দেশী মুরগি পিজির সাথে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
Details
“পিজির গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা  ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার”  শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামের  আওতায় দোয়াজীপাড়া দেশী মুরগি পিজির সাথে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডাঃ মেহেদী হাসান ভুঁইয়া, জেলা ট্রেনিং অফিসার, চট্টগ্রাম;  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ তাহমিনা আরজু,  সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সালাহউদ্দিন এলএফএ মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, মোঃ সাজেউল হক মণ্ডল ও এলএসপি মোঃ সাকিব উদ দৌলা।
তারিখঃ ০৩/০১/২০২৩
স্থানঃ দোয়াজীপাড়া, মুরাদপুর।
Attachments
Publish Date
03/01/2023
Archieve Date
17/01/2034