ক্রঃ নং |
সেবা সমূহ/সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
|
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
|||||||
১। |
গবাদিপশুর চিকিৎসা প্রদান |
উপজেলা প্রাণি হাসপাতালে অসুস্থ গবাদিপশুর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। খামারী/গবাদিপশুর মালিকগন অসুস্থ গবাদিপশুকে হাসপাতালে নিয়ে আসেন এবং রেজিস্ট্রেশন করেন ও চিকিৎসার জন্য আবেদন করেন। |
মৌখিক আবেদন উপজেলা পশু হাসপাতাল |
ফ্রি সরকার নির্ধারিত মূল্যে (অফিস সময়ের পর)
|
১ ঘন্টা ৩৫ মিনিট |
ভেটেরিনারি সার্জন |
|||||||
২। |
গবাদিপশুর কৃত্রিম প্রজনন |
১। গাভীর মালিক গাভী গরম হওয়ার ১২-১৮ ঘন্টার মধ্যে গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজনন জন্য আবেদন জানাবে । ২। কেন্দ্রে রেজিস্টারভুক্তির পর উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারী রশিদের মাধ্যমে ফি আদায়ের পর কৃত্রিম প্রজনন করানো হয় এবং রশিদ প্রদান করা হয়। |
মৌখিক আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
সরকার নির্ধারিত মূল্যে
|
১৫-৩০ মিনিট |
এফএ(এ/আই)
|
|||||||
৩। |
গবাদিপশু ও হাঁস-মুরগীর টিকাদান |
খামারীগন তাদের গবাতিপশু ওহাঁস-মুরগীসমূহ টিকাদান কেন্দ্রে/ নির্ধারিত ফি আদায়ের পর টিকাদানকারী কর্তৃপক্ষ টিকা প্রদান প্রদান করবেন। সপ্তাহে একদিন উপজেলা পশু হাসপাতালে টিকা প্রদান করা হয়। |
মৌখিক ও লিখিত আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ইউনিয়ন কল্যান কেন্দ্র |
সরকার নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে |
টিকা প্রাপ্তি সাপেক্ষে ২-৭ দিন |
ইউএলএ, ভিএফএ, |
|||||||
৪। |
কৃষক ও খামারী প্রশিক্ষণ |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদন গ্রহন ও তালিকা প্রনয়ন করা হয় এবং যথাযথ কর্তুপক্ষের অনুমোদনের সাপেক্ষে প্রশিক্ষণের দিন, তারিখ এবং সময় নির্ধারণ করা হয় এবং সংশিষ্টদের অবহিত করা হয়। |
মৌখিক আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনামূল্যে |
১-৩ দিন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|||||||
৫। |
ক্ষুদ্র ঋণ বিতরণ |
প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারী নিয়ম মোতাবেক জন প্রতি হারে ঋণ প্রদান করা হয়। |
লিখিত আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
|
৪% সুদ এবং ৩% সার্ভিস চার্জ মোট ৭% |
১৫দিন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|||||||
৬ |
পুনর্বাসন ও উপকরণ সহায়তা |
দুর্যোগময়/বিশেষ পরিস্থিতিতে সরকার কতৃক বরাদ্দকৃত অর্থ/উপকরণ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করা হয়। |
অগ্রাধিকার তালিকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
|
বিনামূল্যে |
বৎসরের সকল দুর্য়োগ কালীন সময় ১-৩ দিন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|||||||
৭. |
দুর্যোগ কালীন সময়ে জরুরী সেবা প্রদান |
প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে স্থানীয় প্রশাসন , জন প্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় অধিদপ্তরের সেবা প্রদান করা হয়। |
অগ্রাধিকার তালিকা তৈরি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
|
বিনামূল্যে |
প্রাপ্তি সাপেক্ষে ১-৭ দিন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
||||||
৮. |
উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে বিতরণ |
কৃষক/খামারীকে নিয়ে সভা/প্রশিক্ষন/ উঠান বৈঠক আয়োজন করা হয় এবং এর মাধ্যমে উন্নত প্রযুক্তির বিবরণী জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। |
প্রযুক্তি ডকুমেন্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
|
বিনামূল্যে |
৬-১২ মাস |
জেলা/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
||||||
৯. |
উন্নত জাতের ঘাসের চারা ও বীজ বিতরণ |
নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্বাচন করা হয় এবং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর বীজ/চারা বিতরন করা হয় এবং ঘাসের প্লট পরিদর্শন করা হয় । |
মৌখিক /লিখিত আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
|
বিনামূল্যে |
১ দিন |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
||||||
১০. |
জনসাধারণের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ |
যে সমস্ত সেবা জনগণকে সরাসরি দেয়া যায় না/জনগণ পায় না সে বিষয় জনগণের থেকে শোনার পর ব্যবস্থা গ্রহণ করা হয়। |
মৌখিক ও লিখিত আবেদন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জেলা প্রাণিসম্পদ দপ্তর
|
বিনামূল্যে |
৩ দিনের মধ্যে |
জেলা/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
||||||
সেবা প্রদানকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সীতাকুণ্ড, চট্টগ্রাম। ফোনঃ ০১৩২৪২৯০৯৫৫ |
যথা সময়ে সেবা না পেলে যার সহায়তা চা্ইবেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চট্টগ্রাম। ফোনঃ ০৩১-৬৫৯১১৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস